ফ্রিল্যান্সিং কী? এবং এটি কেন করবেন..?
বর্তমানে Freelancing এর মাধ্যমে খুব সহজে অর্থ উপার্জন করা যায়। অনেকের মনে প্রশ্ন জাগে ফ্রিল্যান্সিং কি? এবং এটি কেন করবেন। তাই আজকে আমার এই আর্টিকেলটির মাধ্যমে আপনার সব প্রশ্নের উত্তর পাবেন। তাই [পুরো আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়তে থাকুন।
প্রিয় পাঠক আজকে আরও আলোচনা করবো ফ্রিল্যান্সিং কাকে বলে এবং ফ্রিল্যান্সিং কত প্রকার, ফ্রিল্যান্সিং কিভাবে কোথায় শিখবেন, এসব সহ আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আর দেরি না করে শুরু করা যাক।
ভূমিকা
ফ্রিল্যান্সিং অর্থ স্বাধীন বা মুক্ত পেশা। সহজ ভাবে বললে কোন নির্দিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তির অধীনে কাজ না করে স্বাধীনভাবে কাজ করাকে ফ্রিল্যান্সিং বলে। বর্তমানে অনেকেই ফ্রিল্যান্সিংকে পেশা হিসেবে নিচ্ছেন। যার অধিকাংশই যুবক ও মহিলা।
কেন আপনি ফ্রিল্যান্সিং করবেন
ফ্রিল্যান্সিং করার অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে প্রধান দুটি কারণ হচ্ছে ১.স্বাধীনতা ও ২.টাকা এখানে স্বাধীনতাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। এ প্রেসার স্বাধীনভাবে নিজের ইচ্ছামত কাজ করা যায়,এবং খুব কম সময়ে ঘরে বসে অধিক অর্থ উপার্জন করা যায়। ফ্রিল্যান্সিং মক্ত পেশা হওয়ায় আপনি ঘরে বসে আপনার সুবিধা মত কাজ করতে পারেন।
এর ফলে আপনি পরিবার ও বন্ধুদের সময় দিতে পারবেন। বর্তমান যুগ হচ্ছে ডিজিটাল যুগ। এখন মানুষ প্রায় সব কিছুই অনলাইনে করতে চাই। দিন দিন যার চাহিদা বাড়তেই থাকবে। তাই এর ভবিষ্যৎ অনেক ভালো।
যে স্কিল গুলো অর্জন করে আপনি ফ্রিল্যান্সিং পারবেন, তা হলঃ-
- ওয়েব ডিজাইন
- ওয়েব ডেভেলপমেন্ট
- সফটওয়্যার ডেভেলপিং
- গ্রাফিক ডিজাইন
- লোগো ডিজাইন
- ইউজার ইন্টারফেস ডিজাইন
- ভিডিও এডিটিং
- এসইও
- ডিজিটাল মার্কেটিং
- কন্টেন্ট রাইটিং
- ডাটা এন্ট্রি টাইপিং
- অনুবাদ
ফ্রিল্যান্সিং কি হালাল না কি হারাম
অনেকের মনে প্রশ্ন আসে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করা কি হালাল নাকি হারাম। তাহলে চলুন জেনে নেই ফ্রিল্যান্সিং হালাল নাকি হারাম। এ জগতে হাজার হাজার কাজ আছে। সেগুলো থেকে যদি কেউ কিছু শর্ত সাপেক্ষে হালাল কর্মের মাধ্যমে অর্থ উপার্জন করে তাহলে নি:সন্দেহে তা হালাল।
কাজের মাধ্যমে টাকা ইনকাম করা ইস্লামে হালাল করা হয়েছে তাই ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে যে পরিষেবা প্রদান করা হয়, যদি সেগুলিতে অবৈধ কোনো সামগ্রী না থাকে (যেমন:কোনো হারাম জিনিষের প্রচার, বিজ্ঞাপন, সঙ্গীত, ইত্যাদি না থাকে) তাহলে সেগুলির বিনিময়ে অর্থ গ্রহণ করা হালাল। আর অবৈধ কোনো সামগ্রী থাকলে তা বৈধ হবে না। যেমন কোনো প্রাণীর ছবি বা অশ্লীল বিজ্ঞাপন ইত্যাদি।
প্রিয় পাঠক আপনি হয়তো বুঝতে পেরেছ্রন ফ্রিল্যান্সিং করা হারাম নাকি হালাল। ফ্রিল্যান্সিং পেশা থেকে হালাল্ভাবে টাকা ইনকাম করা যায়। তবে এটা পুরটাই আপনার উপর নির্ভর করবে। যে আপনি হালাল করে ইনকাম করবেন নাকি হারাম ভাবে করবে
জব থেকে ফ্রিল্যান্সিং কেন ভালো
জব ঃ
- সকাল ১০টা থেকে বিকাল ৪টা কাজ করতে হয়।
- একই কাজ প্রতিদিন করতে হয় যার ফলে কিছুদিন করার পরে বোরিং মনে হয়।
- কাজের তুলনায় বেতন কম পাওয়া যায়।
- জব এর জন্য অনেক দূরে ট্রাভেল করতে হয়।
- চাইলেও পরিবারকে পর্যাপ্ত সময়ে দেওয়া যায় না।
ফ্রিল্যান্সিং ঃ
- যেকোনো সময় স্বাধীনভাবে কাজ করা যায়।
- প্রতিদিন নতুন এবং ভিন্ন ভিন্ন কাজ থাকে এর কারণে বোরিং হবেন না।
- কম সময়ে অধিক বেতন পাওয়া যায়।
- ঘরে বসে যে কোন সময় নিজের ইচ্ছামত কাজ করতে পারবেন।
- পরিবারকে পর্যাপ্ত সময় দেওয়া যায়।
ফ্রিল্যান্সিং কি মোবাইলে করা যায়
ফ্রিল্যান্সিং এর অর্ধেক কাজ শেখা যায় মোবাইল দিয়ে। আপনি যদি ভেবে থাকেন যে আপনি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করবেন তাহলে আপনি করতে পারেন তবে কিছুদিন পরে আপনাকে ল্যাপটপ বা পিসি নিতে হবে। আপনি যদি মোবাইল দিয়ে কাজ শিখতে শুরু করেন এবং কিছুদিন পরে কম্পিউটার বা ল্যাপটপ কিনেন তাহলে হবে
তবে আপনি যদি ভালো মানের একজন ফ্রিল্যান্সার হতে চান এবং এটি করে লক্ষ টাকা ইনকাম করতে চান তাহলে আপনাকে অবশ্যই ল্যাপটপ বা পিসি কিনতে হবে।
ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ কি
আপনি যদি ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ সম্পর্কে জানতে চান তাহলে আমি যেটা বলবো তা হলো ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ অনেক অনেক উজ্জ্বল। এখান থেকে আপনি মুক্তভাবে মাসে লাক্ষ টাকার বেশি উপার্জন করতে পারেন। আপনি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এর মাধ্যমে আপনি বিভিন্ন ফ্রিল্যান্সার এর গল্প গুলো শুনতে পারেন। এবং তাদের মপ্ত ফ্রিল্যান্সিং করে আপনিও স্বাবলম্বী হতে পারেন। এর ফলে আপনার বেকারত্ব দূর হবে। তাছাড়া আপনি যদি একজন ভালো মানের ফ্রিল্যান্সার হতে পারেন তাহলে আপনি নিজের পাসা পাশি আপনার বন্ধুদেরও কাজ দিতে পারেন।
কীভাবে আপনি ফ্রিল্যান্সিং করবেন এবং কোথায় করবেন
Freelancing এর অনেক গুলো Topics রয়েছে
- 1.Programming
- 2.Digital marketing
- 3.Designing
- 4.Web Development E.t.c
এর জন্য আমি আপনাকে বলবো আপনি যদি ভেবে থাকেন যে "ফ্রিল্যান্সিং" শিখবো কিন্তু কোথায় শিখবো, কিভাবে শিখবো এসব নিয়ে অধিক চিন্তিত, সমাধান পাচ্ছেন না । তাহলে আমি বলবো, আপনি নির্ভয়ে "অর্ডিনারি আইটির" অনলাইন অথবা অফলাইন কোর্স করুন। কেননা এটি বাংলাদেশের মধ্যে প্রথম একটি প্রতিষ্ঠান যেখানে "মানিব্যাগ গ্যারান্টি" দিয়ে কাজ শিখানো হয়।
এবং এটি রাজশাহীর ভিতরে সেরা একটা প্রতিষ্ঠান। এখান থেকে ফ্রিল্যান্সিং শিখে অনেকেই লক্ষ টাকা ইনকাম করছে। সেতার প্রমান তাদের কাছে আছে।
লেখকের শেষ কথা
প্রিয় পাঠক আমরা আমাদের আর্টিকেলটির ভিতরে এর মধ্যে আমরা আলোচনা করেছি ফ্রিল্যান্সিং কি এবং এটি কেন করবেন। এবং কিভাবে কথা থেকে ফ্রিল্যান্সিং করে মাসে লক্ষ টাকা ইনকাম করবেন এবং স্বাবলম্বী হবেন। এই আর্টিকেলটি যদি আপনার উপকারে আসে তাহলে আপনি আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন।
এমন আরও প্রয়োজনীয় টিপস পেতে আমার ওয়েবসাইট টি ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ❤❤
keep it up man