কিভাবে কম খরচে সিলেট ভ্রমন করবেন

ঘুরতে যাওয়ার ইচ্ছে কম বেশি সবার থাকে। ব্যস্ত জীবন থেকে সবাই একটু বিরতি নিতে চায়, গিয়ে নিজেকে একটু সতেজ করতে চায়। কিন্তু খরছ এর কথা চিন্তা করছেন। কীভাবে আপনি কম খরচে ভ্রমণে যেতে পারেন সেটা নিয়ে ভাবছেন! হ্যাঁ, প্রিয় পাঠক, আজকের আর্টিকেলে আমরা বাংলাদেশের অন্যতম পর্যটন শহর সিলেটের পর্যটন স্থানগুলো ও কিভাবে কম খরচে সিলেট ভ্রমন করবেন নিয়ে আলোচনা করব।

কিভাবে কম খরচে সিলেট ভ্রমন করবেন

কীভাবে আপনি আপনার পরিবার, বন্ধুবান্ধব নিয়ে কম খরচে, খুব সহজে কথায় যাবেন, কীভাবে যাবেন, খরচ কত হবে সেগুলো নিয়েই আজকে আলোচনা করবো। তাই বিস্তারিত জানতে আজকের এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়তে থাকুন।

ভূমিকা

সিলেট বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি প্রাকৃতিক সৌন্দর্যে  ভরপুর একটি শহর। সিলেটকে ২টি পাতা একটি কুঁড়ির দেশও বলা হয়ে থাকে। প্রাকৃতিক সৌন্দর্যে ছাড়াও এখানে রয়েছে বনজ, খনিজ ও মৎস্য সম্পদে ভরপুর। ১৭৭২ সালের ১৭ মার্চ সিলেট জেলা প্রতিষ্ঠিত হয়। 

সিলেটের দর্শনীয় স্থান ও স্থাপনা সমহ 

  • বিথঙ্গল আখড়া, বানিয়াচং;
  • কমলারানীর সাগর দীঘি, বানিয়াচং;
  • প্রাচীন রাজবাড়ির ধংসাবশেষ, বানিয়াচং;
  • মহারত্ন জমিদার বাড়ি, বানিয়াচং;
  • তেলিয়াপাড়া চা বাগান ও সংলগ্ন মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ - তেলিয়াপাড়া, মাধবপুর;
  • কালেঙ্গা অভয়ারণ্য, চুনারুঘাট;
  • সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন (র:) এর মাজার, মুড়ারবন্দ, চুনারুঘাট;
  • উচাইল-শংকরপাশা শাহী মসজিদ (১৪৯৩-১৫১১ খ্রি:), সদর;
  • সাতছড়ি সংরক্ষিত বনাঞ্চল, সদর;
  • রেমা কালেঙ্গা সংরক্ষিত বনাঞ্চল, সদর।
  • শ্রীবাড়ি চা বাগান;
  • রশিদপুর গ্যাস ক্ষেত্র (১৯৬০),
  • বিবিয়ানা গ্যাস ক্ষেত্র, আজমিরীগঞ্জ
  • হবিগঞ্জ গ্যাস ক্ষেত্র, মাধবপুর
  • সুরমা চা বাগান - তেলিয়াপাড়া, মাধবপুর;
  • বাঘাসুরা রাজবাড়ী - বাঘাসুরা, মাধবপুর;
  • শাহ সোলেমান ফতেহগাজী-এর মাজার - শাহজীবাজার, মাধবপুর;
  • ফ্রুটস ভ্যালী - শাহজীবাজার, মাধবপুর;
  • শাহজীবাজার তাপ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র - শাহজীবাজার, মাধবপুর;
  • শাহজীবাজার রাবার বাগান - শাহজীবাজার, মাধবপুর
  • ভোলাগঞ্জ
  • তামাবিল - গোয়াইনঘাট;
  • হাকালুকি হাওড়
  • ক্বীন ব্রীজ - সিলেট সদর;
  • হযরত শাহজালালের মাজার শরীফ - সিলেট সদর;
  • হযরত শাহ পরাণের মাজার শরীফ - সিলেট সদর;
  • মহাপ্রভু শ্রী চৈত্যনো দেবের বাড়ী
  • হাছন রাজার মিউজিয়াম - সিলেট সদর;
  • ওসমানী জাদুঘর - সিলেট সদর;
  • মালনীছড়া চা বাগান - সিলেট সদর;
  • ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর - সিলেট সদর;
  • পর্যটন মোটেল
  • ড্রিমল্যান্ড পার্ক
  • আলী আমজদের ঘড়ি - সিলেট সদর;
  • জিতু মিয়ার বাড়ি - সিলেট সদর;
  • মনিপুরী রাজবাড়ি - সিলেট সদর;
  • মণিপুরী জাদুঘর, সিলেট - সিলেট সদর;
  • শাহী ঈদগাহ - সিলেট সদর;
  • ওসমানী শিশু পার্ক;
  • জাফলং - গোয়াইনঘাট;
  • লালাখাল
  • জাকারিয়া সিটি
  • পাংতুমাই
  • রাতারগুল
  • মাধবকুন্ড জলপ্রপাত
  • টাংগুয়ার হাওর
  • লোভাছড়া
  • হাম হাম জলপ্রপাত
  • পরীকুন্ড ঝর্ণা
  • সাতছড়ি জাতীয় উদ্যান
  • হারং হুরং
  • বরাক নদীর তিন মোহনা
  • শাহ মোস্তফা-এর মাজার;
  • রাজা সুবিদ নারায়ণ - রাজনগর
  • ঐতিহাসিক কমলারানীর দিঘি, রাজনগর।
  • খাজা ওসমান - সপ্তদশ শতকের বাংলার শেষ পাঠান সেনাপতি;
  • বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান-এর কবর - কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী গ্রাম আমবাসা;
  • চা বাগানসমূহ;
  • মাধবকুন্ড জলপ্রপাত - বড়লেখা;
  • হাকালুকি হাওড়;
  • খোজার মসজিদ;
  • গাছপীর আব্রু মিয়ার মাজার - সিরাজনগর;
  • ইউনুছ পাগলার মাজার - সাতগাও;
  • হাইল হাওর - শ্রীমঙ্গল ;
  • তমাল তলা - সাতগাও রুস্তুমপুর;
  • টাঙ্গুয়ার হাওর,
  • হাসন রাজার বাড়ি,
  • নারায়ণতলা,
  • সৈয়দপুর গ্রাম,
  • নারায়ণতলা মিশন,
  • পণতীর্থ স্মৃতি ধাম,
  • বাঁশতলা শহীদ স্মৃতিসৌধ,
  • লাউড়েরগর,
  • ডলুরা স্মৃতি সৌধ,
  • টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প,
  • সুখাইড় জমিদার বাড়ি,
  • শাহ কালাম কোহাফাহ্‌ (রহ) রওজা,
  • পাইলগাঁও জমিদার বাড়ি,
  • গৌরারং জমিদার বাড়ি।

সিলেট যাওয়ার যাতায়েত ব্যবস্থা

সিলেট মূলত তিন ভাবে যাওয়া যায় 

  1. স্থলপথে ঃ সড়কপথে ঢাকা থেকে সিলেটের দূরত্ব ২৪১ কিলোমিটার এবং ট্রেনে ঢাকা থেকে সিলেট রেলওয়ে স্টেশনের দূরত্ব ৩১৯ কিলোমিটার। সুনামগঞ্জ ছাড়া সিলেটের সব জেলাই রেলপথে রয়েছে। ঢাকা-সিলেট এবং সিলেট-চট্টগ্রাম রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল করে। এছাড়াও, সিলেট বিভাগ এর সব জেলাতেই সড়ক যোগাযোগ ব্যবস্থা রয়েছে। 
  2. আকাশপথে ঃ  সিলেট একটি মাত্র বিমানবন্দর রয়েছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট। এটি সিলেট সদরে অবস্থিত। বিমান বাংলাদেশ, ইউএস বাংলা এবং নভোএয়ারের একাধিক ফ্লাইট প্রতিদিন চলাচল করে থাকে।
  3. জলপথে ঃ এখানে নৌপথ এর প্রচলন তেমন নাই বললেই চলে। ঢাকা বা সিলেট থেকে সিলেট, শেরপুর ও আজমিরীগঞ্জ ছাড়া অন্য জেলায় কোনো ফেরি চলাচল নেই। তবে হাওড় এলাকায় যোগাযোগের একমাত্র বাহন হচ্ছে নৌযান। 

ঢাকা থেকে সিলেট যাওয়ার যাতায়েত খরচ 

বাসঃ ঢাকা থেকে সিলেটের উদ্দেশে বিভিন্ন পরিবহন এর এসি এবং নন এসি বাস নিয়মিত যায়।  ঢাকা থেকে সিলেটের নন-এসি বাসের মধ্যে রয়েছে এনা, হানিফ এন্টারপ্রাইজ, গ্রীন লাইন, শ্যামলী পরিবহন, লন্ডন এক্সপ্রেস এবং অন্যান্য কিছু ভ্রমণ পরিষেবা। বাসে করে ঢাকা থেকে সিলেট যেতে প্রায় ৭ ঘন্টা সময় লাগতে পারে। ঢাকা থেকে সিলেট বাস ভাড়া এন এসি ৫০০ থেকে ৫৫০ টাকা এবং এসি বাস ভাড়া ১২০০ থেকে ১৫০০ টাকা।
ট্রেন সেবাঃ ঢাকা থেকে সিলেট কয়েকটি ট্রেন রয়েছে। যেগুলো কমলাপুর বা বিমান বন্দর রেলস্টেশন থেকে ছেড়ে যায়। ট্রেন গুলোর নাম হলোঃ পারাবত এক্সপ্রেস, জয়ন্তিকা, কালনী এক্সপ্রেস ও উপবন এক্সপ্রেস । ঢাকা থেকে সিলেট ট্রেনের ভাড়া ৩২০ টাকা থেকে ১,০৯৯ টাকা। নিম্নে ট্রেন ছাড়ার সময় দেওয়া হলোঃ 
পারাবত এক্সপ্রেসঃ ঢাকা ছাড়ে সকাল ০৬ঃ৩০ এবং সিলেট পোঁছায় দুপুর ০১ঃ০০, এই ট্রেন্টি মঙ্গলবার বন্ধ থাকে।  
জয়ন্তিকাঃ ঢাকা ছাড়ে বেলা ১১ঃ১৫  সিলেট পোঁছায় সন্ধ্যা ০৭ঃ০০  এটিও মঙ্গলবার বন্ধ থাকে।  
কালনী এক্সপ্রেসঃ ঢাকা ছাড়ে দুপুর ০২ঃ৫৫ সিলেট পোঁছায় সন্ধ্যা রাত ০৯ঃ৩০ শুক্রবার বন্ধ থাকে।
উপবন এক্সপ্রেসঃ  ঢাকা ছাড়ে রাত ১০ঃ০০ সিলেট পোঁছায় ভোর ০৫ঃ০০ বুধবার বন্ধ থাকে।
শ্রেণীভেদে ঢাকা থেকে সিলেট আন্তঃনগর ট্রেনের টিকেটের মূল্যঃ
ট্রেনের টিকিটের ৫টি শ্রেণি রয়েছে শ্রেনীভেদে ট্রেনের টিকিটের মূল্য নিম্নে দ্বয়া হলো
  • এসি বার্থ -১,০৯৯ টাকা 
  • এসি সিট- ৭৩৬ টাকা 
  • প্রথম শ্রেণী -৪৮৯ টাকা 
  • শোভন চেয়ার-৩২০ টাকা 
  • স্নিগ্ধা -৬১০ টাকা 
বিমানঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভো এয়ার এবং ইউএস বাংলা এয়ারলাইন্স ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিয়মিত সিলেটে ফ্লাইট পরিচালনা করে।
ঢাকা টু সিলেট বিমান টিকেটের মূল্যঃ  
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সর্বনিন্ম ভাড়া  ৩,৩০০ টাকা এবং সর্বোচ্চ ভাড়া ১৩,৬০৩ টাকা 
নভো এয়ার সর্বনিন্ম ভাড়া ৩,৬১৩ টাকা এবং সর্বোচ্চ ভাড়া  ৩,৬৯৯ টাকা 
ইউ এস বাংলা এয়ারলাইন্স সর্বনিন্ম ভাড়া ৩,৬৩০ টাকা এবং সর্বোচ্চ ভাড়া ৭,৭৯০ টাকা 

সিলেটে থাকার হোটেলের নাম ও রুম ভাড়া কত

১.হোটেল ময়রুন নেছা

অবস্থানঃ দরগা গেইট, সিলেট।

রুম ভাড়াঃ (প্রতিরাত) ৩০০ টাকা থেকে শুরু

ফোন-০১৭২৬৭৪৩৮৫২

২.হোটেল উর্মি

অবস্থানঃ হযরত শাহজালাল (র: ) মাজার শরীফ পূর্ব দরগাহ্ গেইট, সিলেট।

যোগাযোগ-০১৭৩৩১৫৩৮০৫

৩. হোটেল অনুপম

অবস্থানঃ দরগা গেইট, সিলেট।

যোগাযোগ- ০১৭১৩২৮৯৯৮৮

৪.হোটেল স্টার প্যাসিফিক

অবস্থানঃ ইস্ট দরগাহ গেইট, সিলেট।

২৫০০ টাকা থেকে শুরু প্রতিরাত

যোগাযোগ- ০১৯৩৭৭৭৬৬৩৩/০৮২১-২৮৩৩০৯১/ ০১৭৭৭৭৯৯৪৬৬

৫.Hotel Safa Al Marowa

অবস্থানঃ পূর্ব দরগাহ্ গেইট, সিলেট।

ফোন-০১৭৭৯৭৩৭৪১৯

৬.হোটেল মুসাফির

অবস্থানঃ দরগাহ্ গেইট,সিলেট।

ফোন-০১৭৫৭৫২৯৯৭৬

৭.হোটেল আল আরব

অবস্থানঃ হযরত শাহজালাল (র: ) মাজার শরীফ পূর্ব দরগাহ্ গেইট, সিলেট।

৬ জন ১৫০০, ৪ জন ১০০০ এবং ফ্যামিলি ৩৫০০ টাকা,

অফিশিয়াল পারপাস হিসেবে ২ টি বেড ২০০০ টাকা আর নন এসি হলে ৫০০ টাকা কম।

ছুটির দিন ব্যাতিত আসলে কিছু টাকা ছাড় পেতে পাড়েন।

ফোন-০১৭২১৮১২৬৬২/০১৫৫২৪৩৯৯০৫/০১৭২১৮১২৬৬২

৮.হোটেল দরগাহ্ ভিউ

অবস্থানঃ দরগাহ্ গেইট,সিলেট।

৫০০ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত

ফোন-০১৭৮৬৪৪৩২৯

৯. হোটেল নুরজাহান গ্রেন্ড

অবস্থানঃ দরগাহ্ গেইট, সিলেট।

ভাড়াঃ-২৫০০ টাকা থেকে শুরু।

ফোন- ০১৯৩০১১১৬৬৬

১০.হোটেল জিয়া

অবস্থানঃ দরগা গেইট,সিলেট।

ফোন- ০১৭১৭৭২৬৮৯৬

১১.হোটেল পায়রা

অবস্থানঃ দরগা গেইট, সিলেট।

কাপল ৮০০ টাকা,৫ ব্যাডের রুম ১৫০০ এবং ৩ ব্যাডের রুম ১০০০

ফোন-০১৩১৭৪৩৩৪৩২

১২.হোটেল অর্কিড গার্ডেন

অবস্থানঃ দরগা গেইট,সিলেট।

১৫০০ টাকা থেকে ৩৫০০ টাকা

ফোন- ০১৭১১৩৭১৯২১

১৩.Bottomhill palace Hotel

অবস্থানঃ দরগাহ্ গেইট, সিলেট।

এসি রুম ২৭০০ টাকা, নন এসি ১৫০০ টাকা।

ফোন-০১৭০০৭৬৩৫১২

১৪.Hotel Holy Gate

অবস্থানঃ দরগাহ্ গেইট, সিলেট।

ফোন- ০১৯৭২৫৫২২৩৩

১৫. Hotel Grand Mustafa

অবস্থানঃ দরগাহ্ গেইট, সিলেট।

কাপল রুম ৪৫০০ থেকে ৫০০০ টাকা এবং ফ্যামিলি রুম ৭০০০ থেকে ৮০০০ টাকা।

ফোন-০১৯৫৬৯৯৯৫৫৫

আরও পড়ুন ঃ কম খরচে সেন্টমার্টিন ভ্রমন 

১৬.The Empire Hotel

অবস্থানঃ দরগাহ্ গেইট, সিলেট।

কাপল রুম এসি ২৫০০ টাকা, নন এসি ১৫০০ টাকা এবং ভিআইপি রুম এসি ৩৫০০ টাকা, নন এসি ২৫০০ টাকা।

ফোন-০১৭১২১৩৫৫৮২

১৭.W. Hotel

অবস্থানঃ দরগাহ্ গেইট, সিলেট।

ফোন-০১৯৭৩৭৯৩৩৬৬

১৮.The grand hotel

অবস্থানঃ দরগাহ্ গেইট, সিলেট।

ভাড়াঃ১৫০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত

ফোন-০১৯৭০৭৯৩৩৬৬

১৯.হোটেল ব্রিটানিয়া

অবস্থানঃ শাহজালাল রোড, আম্বরখানা, সিলেট।

রুম ভাড়া : এসি ১৬০০ টাকা সিঙ্গেল, ২০০০ টাকা ডাবল/টুইন। নন এসি : ৮০০টাকা ১৫০০ টাকা

ফোন- ০৮২১-৭১১০১৩

২০.হোটেল মায়াবন

অবস্থানঃ এয়ারপোর্ট রোড, আম্বরখানা, সিলেট।

যারা সবচেয়ে কমে থাকতে চাচ্ছেন তাদের জন্য এটিই সেরা হোটেল হবে।

এখানে সিঙ্গেল রুম নন এসি ২০০ টাকা(এখানে বাথরুমটি একটু দূরবর্তী স্থানে রয়েছে),

ফ্যামিলি নন এসি ৮০০ টাকা।

ফোন-০১৭২৬০০১৯২৪ /০১৭৬৬৩৮৭৯৮২

২১.হোটেল সুপ্রীম

অবস্থানঃ মিরাবাজার, সিলেট।

রুম ভাড়া : এসি ১৫৩০ টাকা সিঙ্গেল, ১৬২০ টাকা টুইন

ফোন- ০৮২১-৭১০৮৯৭

২২.হোটেল আবু হামজা

অবস্থানঃ বাস টার্মিনাল রোড, ভর্তাখলা, সিলেট।

ফোন-০১৭৪৯৯২৪৮৫২

২৩.হোটেল অনুরাগ

অবস্থানঃ ধোপাদিঘী, সিলেট।

এই হোটেলের ভাড়া কিছুটা কম।

রুম ভাড়া : এসি ১৫০০ টাকা ডাবল/টুইন । নন এসি : ৮০০/১০০০ টাকা

ফোন- ০৮২১-৭১৫৭১৭

২৪. Hotel Dallas

অবস্থানঃ নর্থ জেল রোড, সিলেট।

ভাড়াঃ-৯০০-৫০০০ টাকা পর্যন্ত

ফোন-০১৭৯৬৩৩৬৮৩৬

২৫.হোটেল ডালাস

অবস্থানঃ জেল রোড, সিলেট।

এখানে এক রুম ভাড়া : এসি :১৪০০ টাকা সিঙ্গেল, ১৭০০ টাকা ডাবল/টুইন । নন এসি : ১০০০ এবং ১৫০০ টাকা

ফোন- ০৮২১-৭২০৯২৯

সিলেট রিসোর্টের ভাড়া ও বুকিং

আপনারা যদি একটু নিজেদের মত করে পরিবার নিয়ে রিসোট নিয়ে থাকতে চান তাহলে নিচে কিছু রিসোর্টের ভাড়া ও বুকিং মাধ্যম দেওয়া হলোঃ

১. BGB resort

তামাবিল, সিলেট।

ফোন-০১৭৬৯৬১৩০৭০

২.Hilltop gungle cottage resort

ভানুগাছ রোড, সিলেট।

ফোন- ০১৭২৩২৯২৯৯৪

৩. জাফলং গ্রীন রিসোর্ট

জিরো পয়েন্ট সংলগ্ন, সিলেট।

ফোন- ০১৮১০০৭৬৭৯০

৪. আমার বাড়ি রিসোর্ট

রাধানগর , সিলেট।

ফোন- ০১৩১৮৩০৩৮৪

৫.Lichi Bari Eco Resort

জ্যারিন রোড, রাধানগর, সিলেট।

ফোন- ০১৩২২০৩৬৪৩০

৬.Hermitage resort

রাধানগর , সিলেট।

ফোন-০১৭১১৫৯৫২৬৫

৭. Ratargul Holiday home resort

রাতারগুল,সিলেট।

ফোন-০১৭১৮৮০৩৭১৭

৮. Excelsior resort

জাকারিয়া সিটি,খাদিম পাড়া, সিলেট।

ফোন-০১৭৩৩২০০১৮০

৯.Tea resort and museum

ভানুগাছ রোড, সিলেট।

ফোন- ০১৭১২০৭১৫০২

১০.Nazimgarh resort

খাদিমনগর, সিলেট।

ফোন- ০১৭১২০২৭৭২২

কম খরচে সিলেট ভ্রমন

সিলেট ভ্রমন এর ক্ষেত্রে ভ্রমন খরচ নির্ভর করবে আপনি কোন কোন জায়গা যাবেন কিভাবে জাবেন, কি খাবেন এগুলোর উপর। নিম্নে সিলেট ভ্রমনের জনপ্রতি খরচের একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। 

  • ঢাকা থেকে সিলেট ট্রেনে শোভন চেয়ার ভাড়া ৩২০ টাকা জনপ্রতি।
  • সকালের নাস্তা জনপ্রতি ৬০ টাকা
  • সিলেট থেকে ৪ জনের জন্যে সিএনজি নিলে সারাদিনে জনপ্রতি ভাড়া ৩৫০ টাকা।
  • বিছনাকান্দি ও পান্থুমাই ঘুরার জন্যে জনপ্রতি খরচ ৪০০ টাকা।
  • দুপুরের খাবার জনপ্রতি ১২০ টাকা।
  • রাতারগুল ঘুরার জন্যে জনপ্রতি নৌকা ভাড়া ২০০ টাকা।
  • রাতের খাবার জনপ্রতি ১২০ টাকা।
  • ঢাকায় ফিরে আসতে ট্রেনে হলে ৩২০, বা নন এসি বাসে ৪৫০ টাকা।
  • এক্সট্রা খরচ জনপ্রতি ১৫০ টাকা।

উপরে দেওয়া খরচের কম খরচ হতে পারে আবার বেশি হতে পারে এটা নির্ভর করবে আপনারা কতজন যাবেন তার উপর। যত বেশিজন যাবেন যাতায়ের ভাড়া তুলনা মূলক কিছুটা কমে আসবে।

আরও পড়ুনঃ ১২ টি ফ্রি ক্লাউড স্টোরেজ সম্পর্কে জানুন

খরচ কমানোর উপায় ও ভ্রমণ টিপস

  • পাঁচ, দশ বা পনের জনের একটি দলে ভ্রমণ করার চেষ্টা করুন।
  • ছুটির দিন ব্যতিত এবং যে সময় মানুষ কম যায় সে সময় ঘুরতে যাওয়ার চেষ্টা করুন
  • সিএনজি ও নৌকা ভাড়া করার সময় ভাল মত দাম করতে হবে।
  • আপনারা যদি 3 জনের কম হন তবে আপনি অন্য একটি ছোট গ্রুপের সাথে সিএনজি/নৌকা শেয়ার করতে পারেন। এর ফলে ভাড়া কমে যাবে।
  • গাড়ি বা নৌকা ভাড়া করার সময়, এমনভাবে কথা বলুন যেন তারা মনে করে আপনি রেট সম্পর্কে সবকিছু জানেন।

শেষ কথা

আমরা সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে নতুন নতুন সংশোধিত তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানা। ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। ধন্যবাদ❤ 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url