রাজশাহী বিভাগের জেলা সমূহের নাম

রাজশাহী বিভাগের জেলা সমূহের নাম এটি আপনি অনেক খোঁজা খুজি করেছেন কিন্তু সঠিক তথ্য খুঁজে পাচ্ছেন না। প্রিয় পাঠ্যক আজকে আমি আলোচনা করবো রাজশাহী বিভাগের মোট কতটি জেলা রয়েছে ও এগুলোর নাম কী তা নিয়েই আজকের এই আর্টিকেল। তাই আমাদের আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।

রাজশাহী বিভাগের জেলা সমূহের নাম
এছাড়াও রাজশাহী বিভাগের বিভিন্ন তথ্য তুলে ধরেছি এই আর্টিকেলটির মাধ্যমে। তাই রাজশাহী সম্পর্কে জানতে আমার এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন। 

ভূমিকা

বাংলাদেশে মোট ৮টি জেলা রয়েছে। এর মধ্যে রাজশাহী অন্যতম বিভাগ। এটি বাংলাদেশের উত্তরবঙ্গে অবস্থিত রাজশাহী জেলা। রাজশাহী বিভাগে অনেক নদী আছে। এর মধ্যে প্রধান নদী সমূহ: পদ্মা, যমুনা, আত্রাই, মহানন্দা, ও করতোয়া। রাজশাহীকে শিক্ষানগরী বলা হয়ে থাকে। রাজশাহী বিভাগের আম সারা দেশে বিখ্যাত। রাজশাহী গ্রীন অ্যান্ড কিলিং সিটি নামে পরিচিত।

রাজশাহী বিভাগের প্রধান চারটি বাণিজ্য কেন্দ্র হলো রাজশাহী বগুড়া পাবনা এবং সিরাজগঞ্জ। নাটোর নওগা চাঁপাইনবাবগঞ্জ জয়পুরহাট রাজশাহী বিভাগের প্রধান কৃষি এলাকা। রাজশাহী হল এর বিভাগের রাজধানী।

রাজশাহী বিভাগের আয়তন কত

বাংলাদেশের মধ্যে উত্তরবঙ্গের একটি প্রশাসনিক অঞ্চল হলো রাজশাহী বিভাগ। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের পর বাংলাদেশের তৃতীয় জনবহুল বিভাগ হচ্ছে আমাদের রাজশাহী বিভাগ। এবং আয়তনের দিক দিয়ে চতুর্থ বৃহত্তম বিভাগ হচ্ছে রাজশাহী বিভাগ। ২০২২ সালে সর্বশেষ আদমশুমারি অনুযায়ী এ বিভাগের জনসংখ‍্যা প্রায় ২ কোটি ৩৩ লাখ ৫৩ হাজার ১১৯ জন।

রাজশাহী জেলার মোট আয়তন ১৮,১৫৪ বর্গ কিলোমিটার। প্রাচীন এলাকা হ‌ওয়ার সুবাদে রাজশাহীতে বাংলাদেশের সবচেয়ে বেশি প্রত্নস্থান দেখা যায়। ১৩৪ টি প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে আমাদের রাজশাহী বিভাগে।

রাজশাহী বিভাগ সম্পর্কে তথ্য

১৮২৯ সালে উত্তরবঙ্গের বিশাল অংশ নিয়ে একটি বিভাগ গঠিত হয়েছিল তখন এর সদর দপ্তর ছিল ভারতের মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ, মালদহ, জলপাইগুড়ি, রংপুর, দিনাজপুর, বগুড়া, পাবনা ও রাজশাহী এই ৮টি জেলা নিয়েই রাজশাহী বিভাগ গড়ে ওঠে। কয়েক বছর পর রাজশাহী বিভাগ এর বিভাগীয় সদর দপ্তর বর্তমান রাজশাহী শহরের রামপুর-বোয়ালিয়া মৌজায় স্থানান্তরিত করা হয়েছিল।

আবার পরবর্তীতে ১৮৮৮ সালে রাজশাহী বিভাগীয় সদর দপ্তর ভারতের জলপাইগুড়িতে স্থানান্তরিত হয়েছিলো। ১৯৪৭ সালের পাক-ভারত বিভাজন হলে পাকিস্তানের বিভাগে পরিণত করা হয় রাজশাহী। এবং এই বিভাগের সদর দফতর রাজশাহী শহরে প্রতিষ্ঠিত করা হয়েছিল। কুষ্টিয়া, খুলনা, দিনাজপুর, বগুড়া, পাবনা, যশোর, রংপুর ও রাজশাহী জেলা নিয়ে রাজশাহী বিভাগ করা হয়।

১৯৬০ সালের রাজশাহী বিভাগ থেকে খুলনা কুষ্টিয়া যশোর এবং ঢাকা বিভাগ থেকে বরিশাল জেলা কত্তন করে খুলনা বিভাগ গঠন করা হয়। ১৯৭১ সালে রক্তক্ষয়ি স্বাধীনতা যুদ্ধের পর পাঁচটি জেলা নিয়ে রাজশাহী বিভাগ বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়। পরবর্তীতে দিনাজপুর পাবনা বগুড়া রংপুর ভেঙ্গে  নতুন জেলায় রূপান্তর করা হয়।

১৯৮৪ সালে এই বিভাগের প্রতিটি জেলাকে মহকুমা জেলাতে পরিণত করা হলে তখন এই বিভাগের মোট জেলার সংখ্যা গিয়ে দাড়ায় ১৬টি। যে ৫ জেলাকে ভেঙে যে নতুন জেলাগুলো হয়ঃ

  • বগুড়া (বগুড়া ও জয়পুরহাট)
  • পাবনা (পাবনা ও সিরাজগঞ্জ )
  • রাজশাহী (রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ)
  • দিনাজপুর (দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও)
  • রংপুর (রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট)

রাজশাহী বিভাগের নদনদী ঃ

রাজশাহী বিভাগের নদ-নদী সমূহ উল্লেখ করা হলো-

  •  পদ্মা
  • যমুনা
  • মহানন্দা
  • আত্রাই
  • ইছামতি
  • করতোয়া
  • বড়াল
  • তুলসীগঙ্গা
  • পুনর্ভবা
  • গুমানি
  • নাগর
  • বাঙ্গালী প্রধান

এগুলো ছাড়াও এই বিভাগে ছোট বড় অনেক নদনদী রয়েছে।

রাজশাহী বিভাগের জেলা কয়টি এবং নাম কি ?

রাজশাহী বিভাগ বর্তমানে মোট ৮টি জেলা নিয়ে গঠিত। বর্তমান জেলা গুলোর নাম নিম্নে দেও্যা হলোঃ

  1. চাঁপাইনবাবগঞ্জ
  2. জয়পুরহাট
  3. নওগাঁ
  4. নাটোর
  5. পাবনা
  6. বগুড়া
  7. সিরাজগঞ্জ ও
  8. রাজশাহী

 রাজশাহী বিভাগের সবচেয়ে বড় জেলার নাম কি?

আয়তনে দিক দিয়ে রাজশাহী বিভাগের সবচেয়ে বড় জেলা ন‌ওগাঁ। এবং জনসংখ্যার দিক দিয়ে সবচেয়ে বড় জেলা হলো বগুড়া জেলা।। নও’ (নতুন -ফরাসী শব্দ ) ও গাঁ’ (গ্রাম ) শব্দ দু’টি হতে নওগাঁ জেলার নাম করন করা হয়েছে।

রাজশাহী জেলার উপজেলা সমূহ

৯টি উপজেলা নিয়ে রাজশাহী জেলা গঠিত হয়েছে। যথাঃ

  1. পবা
  2. চারঘাট
  3. বাঘা
  4. পুঠিয়া
  5. তানোর
  6. মোহনপুর
  7. দূর্গাপুর
  8. বাগমারা
  9. গোদাগাড়ী

রাজশাহী বিভাগের শিক্ষাব্যবস্থাঃ

দেশের উচ্চশিক্ষা প্রসার ও প্রচারের জন্য রাজশাহীতে গড়ে উঠেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ইত্যাদি। রাজশাহী বিভাগকে শিক্ষা নগরী বলা হয়। উচ্চ শিক্ষার জন্য বর্তমানে রাজশাহী বিভাগে ৪টি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। বিশ্ববিদ্যালয় গুলো হলঃ

  • রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়
  • পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

এছাড়াও এই বিভাগে পাঁচটি সরকারি মেডিকেল কলেজ রয়েছে। কলেজগুলো হল

  • রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী
  • পাবনা মেডিকেল কলেজ, পাবনা
  • শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া
  • শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ
  • নওগাঁ মেডিকেল কলেজ , নওগাঁ
  • বগুড়া সেনানিবাসে, আর্মি মেডিকেল কলেজ, বগুড়া নামে সামরিক মেডিকেল কলেজ আছে।

রাজশাহী বিভাগের সরকারি কলেজ সমূহঃ

  • রাজশাহী কলেজ, রাজশাহী
  • শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজ
  • নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী,
  • রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী
  • রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী
  • আদিনা ফজলুল হক সরকারি কলেজ
  • নবাবগঞ্জ সরকারি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ।
  • নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ, চাঁপাইনবাবগঞ্জ।
  • সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, চাঁপাইনবাবগঞ্জ।
  • নবাবগঞ্জ সিটি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ।
  • নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজ,নাটোর
  • রাণী ভবানী সরকারি মহিলা কলেজ,নাটোর
  • গোলে আফরোজ সরকারি কলেজ, সিংড়া, নাটোর
  • সরকারি আজিজুল হক কলেজ , বগুড়া
  • শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজ, বনপাড়া,নাটোর
  • সরকারি শাহ্ সুলতান কলেজ, বগুড়া
  • শহীদ নাজমুল হক সরকারি কলেজ, নলডাঙ্গা, নাটোর
  • নওগাঁ সরকারি কলেজ
  • আব্দুলপুর সরকারি কলেজ, লালপুর, নাটোর
  • সরকারি বি এম সি মহিলা কলেজ, নওগাঁ
  • জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ, জয়পুরহাট
  • জয়পুরহাট সরকারি কলেজ
  • সিরাজগঞ্জ সরকারি কলেজ, সিরাজগঞ্জ
  • সরকারি আকবর আলী কলেজ, উল্লাপাড়া, সিরাজগঞ্জ
  • বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ
  • কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ,বাগাতিপাড়া,নাটোর
  • বাগাতিপাড়া সরকারি ডিগ্রি কলেজ,বাগাতিপাড়া,নাটোর
  • বড়াইগ্রাম সরকারি ডিগ্রি কলেজ,বড়াইগ্রাম,নাটোর
  • দিঘাপতিয়া এম কে কলেজ,নাটোর

পলিটেকনিক কলেজ সমূহ—

  • চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট
  • সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট
  • বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট
  • পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট
  • রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট
  • রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট
  • নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট
  • নাটোর টেক্সটাইল ইন্সটিটিউট
  • ইম্পেরিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট, চাঁপাইনবাবগঞ্জ।

রাজশাহী বিভাগের সংসদীয় আসন কয়টি

রাজশাহী বিভাগের জাতীয় সংসদ আসন  সংখ্যা মোট ৩৯ টি । নিচে আসন সংখ্যার নাম ও জায়গার নাম দেওয়া হলোঃ

  • ৩৪ জয়পুরহাট-১ পাঁচবিবি উপজেলা এবং জয়পুরহাট সদর উপজেলা
  • ৩৫ জয়পুরহাট-২ কালাই উপজেলা, ক্ষেতলাল উপজেলা এবং আক্কেলপুর উপজেলা
  • ৩৬ বগুড়া-১ সারিয়াকান্দি উপজেলা এবং সোনাতলা উপজেলা
  • ৩৭ বগুড়া-২ শিবগঞ্জ উপজেলা
  • ৩৮ বগুড়া-৩ দুপচাঁচিয়া উপজেলা এবং আদমদীঘি উপজেলা
  • ৩৯ বগুড়া-৪ কাহালু উপজেলা এবং নন্দীগ্রাম উপজেলা
  • ৪০ বগুড়া-৫ শেরপুর উপজেলা এবং ধুনট উপজেলা
  • ৪১ বগুড়া-৬ বগুড়া সদর উপজেলা
  • ৪২ বগুড়া-৭ গাবতলী উপজেলা এবং শাজাহানপুর উপজেলা
  • ৪৩ চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ উপজেলা
  • ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ ভোলাহাট উপজেলা, গোমস্তাপুর উপজেলা এবং নাচোল উপজেলা
  • ৪৫ চাঁপাইনবাবগঞ্জ-৩ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা
  • ৪৬ নওগাঁ-১ নিয়ামতপুর উপজেলা, পোরশা উপজেলা এবং সাপাহার উপজেলা
  • ৪৭ নওগাঁ-২ পত্নীতলা উপজেলা এবং ধামইরহাট উপজেলা
  • ৪৮ নওগাঁ-৩ বদলগাছী উপজেলা এবং মহাদেবপুর উপজেলা
  • ৪৯ নওগাঁ-৪ মান্দা উপজেলা
  • ৫০ নওগাঁ-৫ নওগাঁ সদর উপজেলা
  • ৫১ নওগাঁ-৬ রাণীনগর উপজেলা এবং আত্রাই উপজেলা
  • ৫২ রাজশাহী-১ তানোর উপজেলা এবং গোদাগাড়ী উপজেলা
  • ৫৩ রাজশাহী-২ রাজশাহী সিটি কর্পোরেশন
  • ৫৪ রাজশাহী-৩ পবা উপজেলা এবং মোহনপুর উপজেলা
  • ৫৫ রাজশাহী-৪ বাগমারা উপজেলা
  • ৫৬ রাজশাহী-৫ দুর্গাপুর উপজেলা এবং পুঠিয়া উপজেলা
  • ৫৭ রাজশাহী-৬ চারঘাট উপজেলা এবং বাঘা উপজেলা
  • ৫৮ নাটোর-১ লালপুর উপজেলা এবং বাগাতিপাড়া উপজেলা
  • ৫৯ নাটোর-২ নাটোর সদর উপজেলা এবং নলডাঙ্গা উপজেলা
  • ৬০ নাটোর-৩ সিংড়া উপজেলা
  • ৬১ নাটোর-৪ গুরুদাসপুর উপজেলা এবং বড়াইগ্রাম উপজেলা
  • ৬২ সিরাজগঞ্জ-১ কাজীপুর উপজেলা এবং সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি, বাগবাটি, বহুলী, ছোনগাছা ও মেছড়া ইউনিয়ন
  • ৬৩ সিরাজগঞ্জ-২ সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল, খোকশাবাড়ী, কাওয়াকোলা,কালিয়াহরিপুর ও সয়দাবাদ ইউনিয়ন এবং কামারখন্দ উপজেলা
  • ৬৪ সিরাজগঞ্জ-৩ রায়গঞ্জ উপজেলা এবং তাড়াশ উপজেলা
  • ৬৫ সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া উপজেলাএবং সলঙ্গা উপজেলা
  • ৬৬ সিরাজগঞ্জ-৫ বেলকুচি উপজেলা এবং চৌহালি উপজেলা
  • ৬৭ সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর উপজেলা
  • ৬৮ পাবনা-১ সাঁথিয়া উপজেলা এবং বেড়া উপজেলার বেড়া পৌরসভা, হাটুরিয়া নাকালিয়া, নতুন ভারেঙ্গা, কৈটোলা ও চাকলা ইউনিয়ন
  • ৬৯ পাবনা-২ বেড়া উপজেলার পুরান ভারেঙ্গা, জাতসাখিনি, রূপপুর,মাসুমদিয়া ও ঢালারচর ইউনিয়ন এবং সুজানগর উপজেলা
  • ৭০ পাবনা-৩ ফরিদপুর উপজেলা, ভাঙ্গুরা উপজেলা এবং চাটমোহর উপজেলা
  • ৭১ পাবনা-৪ আটঘরিয়া উপজেলা এবং ঈশ্বরদী উপজেলা
  • ৭২ পাবনা-৫ পাবনা সদর উপজেলা

 লেখকের শেষ কথাঃ

প্রিয় পাঠক,আশা করি এই আরর্টিকেলটির মাধ্যমে রাজশাহী বিভাগ সম্পর্কে এবং এর বিভিন্ন তথ্য জানতে পেরেছেন। আজকের এই পোস্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। এবং ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন । ধন্যবাদ❤

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url